
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবার ১৮ বছরে পা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। জানা যাচ্ছে, আইপিএল আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বিসিসিআই। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘২০২৮ সাল থেকে আইপিএলে ২০টি অতিরিক্ত ম্যাচ যোগ করার পরিকল্পনা রয়েছে। ওই বছর থেকেই শুরু হবে পরবর্তী চক্র।
মনে করা হচ্ছে, নতুন চক্রেই আসতে পারে এই বিরাট পরিবর্তন’। বিশ্ব ক্রিকেটে আইপিএল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করে। তবে আইপিএলের সময়সীমা বাড়ালে আন্তর্জাতিক ক্যালেন্ডারে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
যেমন, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের তাড়াহুড়া করে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পৌঁছতে হয়েছিল। আইপিএলের পর ঠিক করে অনুশীলনের সুযোগ পায়নি কোনও দলই। দলগুলোর প্রস্তুতির জন্য সময় ছিল খুবই কম। বর্তমানে আইপিএলের ১০টি দল দু’টি গ্রুপে বিভক্ত থাকে। একই গ্রুপে থাকা দলগুলি নিজেদের মধ্যে দু’বার করে এবং অন্য গ্রুপে থাকা দলগুলির বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি দল যেন প্রত্যেকের সঙ্গে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলতে পারে, তার জন্য পুরো সূচি পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে। এর ফলে ম্যাচের সংখ্যা ২০টি বেড়ে যাবে।
অরুণ ধুমাল জানান, ‘আমরা আইসিসি এবং বিসিসিআইয়ের অভ্যন্তরীণ আলোচনায় বিষয়টি নিয়ে কথা বলেছি। সমর্থকদের আগ্রহ, দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্ট বনাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্ব বিবেচনা করে পরিকল্পনা করতে হবে আমাদের।
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে সুযোগ রয়েছে আইপিএল ৭৪ ম্যাচ থেকে বাড়িয়ে ৮৪ বা ৯৪ ম্যাচ করা। প্রতিটি দল যাতে প্রতিটি দলের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলার সুযোগ পায়, তার জন্য ৯৪টি ম্যাচ প্রয়োজন। তবে সেটা এখনই যুক্তিযুক্ত হবে না। সময় উপযোগী হলে তখন এই সিদ্ধান্ত নেওয়া হবে’।
জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?
দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প
ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের
ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা
ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের
আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই
আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট
আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়
'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের
এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?